গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম। নামমাত্র কাজ করে ভূয়া ভাউচার দাখিল

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনীতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি(পিইডিপি-৪)এর সাব-কম্পোনেন্ট মেইনটেন্যান্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ২০১৮-১৯ অর্থ বছরে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত (মাইনর ক্যাটাগরি) এর ব্যয় নির্বাহকল্পে ২৬টি বিদ্যালয়ের বিপরীতে ২ লক্ষ টাকা করে বরাদ্দ দেয়া হয়। একইভাবে চলতি অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহ এর ভবন ও স্থাপনা খাতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেরামত, সংস্কার ও অন্যান্য কাজ সম্পাদনের লক্ষ্যে জিওবি বরাদ্দ থেকে ২১ টি বিদ্যালয়ের বিপরীতে ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। এ অর্থ ব্যয়ে সরকারের সকল আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ না করে কাজ করা হয়েছে। এছাড়া এব্যয় কোন ক্রমেই নির্ধারিত কোড ব্যতীত অন্য কোডে ব্যয় করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কয়েকটি বিদ্যালয়ে মেরামত বা সংস্কারের কিছুটা কাজ হলেও বেশীরভাগ বিদ্যালয়ে নামমাত্র কাজ করে মেরামতের অর্থ নয়-ছয় করা হয়েছে। দেখা গেছে, বিগত বছরের স্লিপের টাকায় সংস্কার বা মেরামতের কাজ নতুনভাবে দেখিয়ে এবং ভূয়া ভাউচার দাখিল করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের প্রকল্প মনিটরিং বা পর্যবেক্ষণ করার কথা থাকলেও তা ঠিকমত করা হয়নি। দেখা গেছে, যে সব বিদ্যালয়ে পূর্বে থেকেই আসবাবপত্র (যেমন চেয়ার, টেবিল), সিলিং ফ্যান, পানির লাইন, বিদ্যুৎ ব্যবস্থা, বারান্দায় গ্রিলসহ নানা প্রকল্প বাস্তবায়িত করা হয়েছিল। এই কাজগুলো পূণরায় উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভক্ত করে টাকা পকেটস্থ করেছে। কোন কোন বিদ্যালয়ে শুধুমাত্র যেন-তেনভাবে ক্ষুদ্র মেরামত ও রং করে টাকা হালাল করার চেষ্টা চালানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান, ক্ষমতাসীন রাজনৈতিকদলের আস্থাভাজন স্থানীয় কতিপয় শিক্ষক নেতারা প্রকৃতঅর্থে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কার বা মেরামতের তালিকায় না রেখে তাদের স্বার্থ রক্ষায় উল্লেখযোগ্য বিদ্যালয়ে মেরামতের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এসব বিদ্যালয়ে সংস্কার না করলেও চলতো বলে তারা জানান। এব্যাপারে গাংনী উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান এসব অভিযোগ অস্বীকার করে জানান,আমি ব্যক্তিগতভাবে ও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী মিলে সবকয়টা বিদ্যালয় ঘুরে দেখেছি। মোটামুটি ভাল কাজ করা হয়েছে। তবুও অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন,গোপনে একটি টিম করা হয়েছে। যারা সংস্কার ও বরাদ্দকৃত টাকার ব্যায়ের বিষয়ে খোজ নিয়ে রির্পোট প্রদান করবে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিতি আবার শুরু হয়েছে এমন অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!