গাংনী আনসার-ভিডিপি কার্যালয়ের সংস্কার ব্যয়ে অনিয়মের তদন্ত প্রতিবেদন দাখিল

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী আনসার-ভিডিপি কার্যালয়ের সংস্কার ব্যয়ে অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। বুধবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের কাছে তদন্ত প্রতিবেদন জমাদেন তদন্ত কমটির আহবায়ক গাংনী উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, সদস্য প্রকৌশলী জাকির হোসেন ও আনসার ভিডিপি কর্মকর্তা উর্মিলা। এর আগে গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম সহ বিভিন্ন গণমাধ্যমে গাংনী আনসার-ভিডিপি কার্যালয়ের সংস্কার ব্যয়ে অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল অনিয়ম তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হয়। তদন্ত কমটির আহবায়ক গাংনী উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, সদস্য প্রকৌশলী জাকির হোসেন জানান,নিরপেক্ষ ভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে প্রকৃত চিত্র উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এখন উর্দ্ধত্বন কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন,তদন্ত প্রতিবেদন তিনি হাতে পেয়েছেন। তদন্ত প্রতিবেদন পর্যলোচনা করেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্যঃ গাংনী উপজেলা আনসার-ভিডিপির আধাপাকা ঘর সংস্কার ব্যয়ে ১৪ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হয়। টিনসেড ঘর সংস্কার শুরু হওয়ার পর থেকে বিপুল পরিমান টাকা ব্যয় নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিপুল পরিমান টাকা বরাদ্দের বিষয়টি আড়াল করতে আনসার ভিডিপি’র উপ সহকারী প্রকৌশলী ব্যয়ের পক্ষে নানা কাল্পনিক যুক্তি তুলে ধরে। বিষয়টি আপত্তি জনক হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!