গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১। ট্রাফিক পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ট্রাক ও হোপার (ধানমাড়াই গাড়ী) মুখোমুখি সংঘর্ষে আক্তারুল ইসলাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আক্তারুল ইসলাম গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও হোপার (ধানমাড়াইগাড়ী) চালক। লাশের পাশ দিয়ে মেহেরপুরের ট্রাফিক পুলিশ সদস্যরা গেলেও উদ্ধার কিংবা ঘাতক ট্রাক আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, কুস্টিয়া গামী সবজী বোঝাই একটি ট্রাক ও গাংনী গামী হোপার (ধানমাড়াইগাড়ী) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই হোপার (ধানমাড়াইগাড়ী) চালক আক্তারুল ইসলাম নিহত হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়। লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি সানক্ত করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,দূর্ঘটনাস্থলের অদুরে মেহেরপুরের ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য মটরসাইকেল চেকিং করছিলো। তাদের সামনে দিয়ে অবৈধ যান চলাচল করলেও তারা মটরসাইকেল আটক নিয়ে ব্যাস্ত ছিলো। এ দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই জনতার রোশানল থেকে বাঁচতে তারা দ্রত ঘটনাস্থ ত্যাগ করে। এসময় লাশের পাশ দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা যাওয়ার সময় উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়। এমনকি ঘাতক ট্রাক আটকেরও চেস্টা করেনি ট্রাফিক পুলিশ সদস্যরা এমন অভিযোগ করেন স্থানীয়রা। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,দূর্ঘটনাস্থলে প্রচুর মানুষের সমাগম ঘটায় মেহেরপুর-কুস্টিয়া সড়কে জ্যাম দেখা দেয়। কিন্তু লাশের পাশ দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা গেলেও জ্যাম নিয়ন্ত্রনে না এনে তারা চলে আসে বলে স্থানীয়রা অভিযোগ করে। মেহেরপুর জেলা ট্রফিক পুলিশের ওসি ইসমাইল হোসেনের মোবাইল ফোনে এ বিষয়ে কথা বলতে কল দিলে তিনি রিসিভ করেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!