গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলার গাড়াডোব থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত বোমা দুটি পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,গাড়াডোব গ্রামের একটি বাগানে পরিত্যাক্ত অবস্থায় দুটি বোমা পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বোমা দুটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, বোমাদুটি নিয়ে নাশকতার পরিকল্পনা ছিলো কি না তা তদন্ত করা হচ্ছে। বোমা উদ্ধারের ঘটনায় গাড়াডোব এলাকায় আতংক বিরাজ করছে।