গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা লালনকে হত্যার হুমকির অভিযোগে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা। আটক ৪

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

কুস্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনকে হত্যার হুমকি সহ বিভিন্ন অভিযোগে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে মিজানুর রহমান লালনের ভগ্নিপতি বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইবি কর্মচারী ইলিয়াস জোয়ার্দার,উজ্জল জোয়ার্দার,সবুজ হোসেন ও মাইক্রোবাস চালক ওবাইদুর রহমান। মিজানুর রহমান লালন গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে ও গাংনী উপজেলা ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইবি ছাত্রলীগ নেতা। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান,শুক্রবার রাতে মিজানুর রহমান লালনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার দুলাভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ,সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রাকিব,ইবি কর্মচারী ইলিয়াস জোয়ার্দার,উজ্জল জোয়ার্দার,সবুজ হোসেন,অনিক ও মাইক্রোবাস চালক ওবাইদুর রহমান সহ অজ্ঞাত আরো জ্জ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ তাং ০২-১১-১৯ ইং। ধারা ১৪৩,৪৪৮ ও ৫০৬। ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন বলেন,আমাকে হত্যার উদ্যোশে আমার বাড়িতে মাইক্রাবাস যোগে আসে আসামীরা। আমাকে না পেয়ে স্বজনদের সামনে হত্যার হুমকি দেয়। বিষয়টি তার স্বজনা হৈচৈ শুরু করলে কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান,গ্রেফতারকৃত ৪জনকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!