গাংনীতে ৫০ টাকার রশিদ দিয়ে ১ হাজার টাকা আদায়। তহশিলদার হালিমকে শোকজ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

৫০ টাকার ভুমি উন্নয়ন কর (খাজনা) রশিদ দিয়ে ১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার আব্দুল হালিমের বিরুদ্ধে। এছাড়া একটি নাম জারি করতে ১২ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনার তহশিলদার আব্দুল হালিমের বিচারের দাবিতে অফিস চত্তরেই অবস্থান নেয় অভিযোগকারী সহ স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ২ টায় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস করমদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমান ঘটনাস্থলে পৌছে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।  নওদাপাড়া গ্রামের দৌলত হোসেনের মেয়ে ফেরদৌসি বেগম জানান,গরিবপুর মৌজার ১৬ শতক জমির খাজনা (ভুমি উন্নয়ন কর) দিতে ভুমি অফিসে গেলে তহশিলদার আব্দুল হালিম ১ হাজার টাকা নিয়ে ৫০ টাকা রশিদ দেয়। গত দু মাস পুর্বেও ১৫শত টাকা নিয়ে ৫০ টাকার রশিদ দিয়েছিলো। অতিরিক্ত টাকা নেওয়ার দায়ে অভিযুক্ত তহশিলদার আব্দুল হালিমের বিচার দাবি করেন। হাড়াভাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম জানান,তিনি একটি জমির দলিলের নামজারি করতে ভুমি অফিসে আসলে তহশিলদার আব্দুল হালিম ১২ হাজার টাকা দাবি করেন। ১২ হাজার টাকা না দিলে কোন ভাবেই নামজারি (খারিজ) হবেনা বলে জানিয়ে দেন তহশিলদার আব্দুল হালিম। তাকে অনুরোধ করার পর ১০ হাজার টাকায় চুক্তি হয়।  স্থানীয়রা জানায়,অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ভুমি অফিসের মধ্যে এক মহিলা সহ কয়েকজন জমির মালিকের সাথে তহশিলদার আব্দুল হালিমের বাকবিতন্ডার ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভুগির স্বজন ও স্থানীয়রা তহশিলদার আব্দুল হালিমের বিচারের দাবিতে ভুমি অফিস চত্তরে অবস্থান নেয়। তহশিলদার আব্দুল হালিম জানান,ভুল হয়েছে ক্ষমা প্রার্থনা করছি। ওদের টাকা ফেরত দেবো।  সহকারী কমিশনার ভুমি ইয়ানুর রহমান বলেন,ভুক্তভুগি ও স্থানীয়রা বিষয়টা মোবাইল ফোনে জানালে ঘটনাস্থলে এসে সতত্যা পাওয়া যায়। তহশিলদার আব্দুল হালিম ক্ষমা প্রার্থনা করেছেন। আব্দুল হালিম অপরাধ যেহেতেু করেছে সাজা তাকে পেতেই হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,জনগনকে সঠিক সেবা না দিয়ে অতিরিক্ত টাকা নিয়েছেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আব্দুল হালিমকে শোকজ করা হয়েছে। শোকজরে জবাব পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আব্দুল হালিম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়া এলাকার মৃত ইউনুছ আলী শেখের ছেলে। গত চলতি বছরের ৩রা মার্চ তেঁতুলবাড়িয়া ভুমি অফিসে যোগদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!