আন্দোলনের মুখে গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

আন্দোলনের মুখে অবশেষে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। সেই সাথে তদন্ত করার জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাংনী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সোহান খান ও আরিফুজ্জামান আল ইমরানকে সার্বিক ঘটনা তদন্ত করে আগামি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে কমিটি স্থগিত হওয়ার সংবাদ পেয়ে আনন্দ মিছির করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। শনিবার সন্ধ্যায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি আনন্দ মিছির বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই স্থানে এসে শেষ হয়। মিছিলে গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব,সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব,ছাত্রলীগ নেতা আল মুস্তাকিম, হুমায়ন কবীর,আনোয়ার হোসেন,মনিরুল ইসলাম,শামীম হোসেন,রাকিবুল ইসলাম,সজিব আহমেদ,জাবেদ, আশিকুল ইসলাম সাগর, মোক্তার হোসেন, মোঃ আসাদুল ইসলাম,সোহেল রানা মোয়াজ্জেম হোসেন, সুজন,নাহিদুজ্জামান নাহিদ,শেখ সজল খান,তরিকুল ইসলাম,শাকিল মিলন ও ইমরান,সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান পালাশ,নুর আহমেদ রিন্টু সহ ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। উল্লেখ্য : গাংনী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে  কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছিলো ছাত্রলীগ নেতা কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!