করোনায় থমকে গেছে গাংনীর রাজপুর গ্রামের তাঁতপল্লীর বাসিন্দাদের জীবন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম (ফারুক আহমেদ) :

করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে মেহেরপুরের গাংনীর রাজপুর গ্রামের তাঁতপল্লীর বাসিন্দাদের জীবন। তাঁতগুলো বন্ধ হয়ে যাওয়ায় লোকসানে পড়েছেন তাঁতীরা। বেকার হয়ে পড়েছেন তাঁতশিল্পের সাথে জড়িত ৩ শতাধিক শ্রমিক। সরকারী বেসরকারী সহায়তা না পেয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে তারা।   তাঁত কারিগরা জানায়, তাদের বাপ দাদার পেশা একারনে কোন রকম অনাহারে অর্ধাহারে থেকে এ শিল্পকে টিকিয়ে রেখেছি। অনেকেই আবার পেশা বদল করে অন্য পেশায় চলে গেছে। এমনিতেই চলেনা তার উপর করেনার প্রভাবে তাঁতের মত জীবন যাত্রাও থমকে গেছে। করোনা সংক্রামনের আগ থেকেই মূলধন হারিয়ে মহাজন ও বেসরকারী সংস্থা থেকে ঋণ নিয়ে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অবদি শাড়ী লুঙ্গি গামছা তৈরি করে ১শ’৫০ টাকা আয় করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। যা আয় হয় তাদিয়ে সংসার চলেনা। তাঁত শিল্পের উৎপাদন কাজের প্রয়োজনীয় কাচামাল সূতা, রং এবং রাসায়নিক দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি এবং সেই সাথে উৎপাদিন পন্য বিক্রি করতে না পেরে এবং নতুন করে সুতার অভাবে বর্তমানে তাঁতকাজ বন্ধ রয়েছে। এই দুর্যোগে সংসার পরিজন নিয়ে অমানবিক কষ্টে চলছে জীবন সংসার। সরকারী সহায়তা দুএকজন পেলেও বেশির ভাগ কারিগর কোন সহায়তাই পাইনি।  মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন, তাঁত পল্লীর কারিগরদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা ও সার্বিক সহযোগিতা করা হবে যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে তাঁত শিল্প।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!