গাংনীতে ইউপি সদস্যকে মারধর ও ত্রানের স্লিপকান্ডে যুবলীগ সভাপতি সহ ৪জনের নামে মামলা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ইউপি সদস্যকে মারধর ও সরকারী ত্রানের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে যুবলীগ সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ইউপি সদস্য ও শ্রমিক নেতা হাবিবুর রহমান ফিরোজ বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ধানখোলা ইউপি (খ অঞ্চল) যুবলীগের সভাপতি মতিয়ার রহমান,বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী জিকরিয়া,নুরুর ছেলে মিজানুর রহমান ও আমিনুল ইসলাম। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ধানখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান ফিরোজকে মারধর ও সরকারী ত্রানের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ তাং ০১-০৫-২০২০ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই স্বপন কুমার জানান,মামলায় এ পর্যন্ত কেউ আটক হয়নী। তবে মামলার তদন্ত ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য : গত বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়াডোব গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজকে ডেকে নিয়ে আসামীরা মারধর করে স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করে সে। মামলার আসামীরা মারধরের বিষয়টি অস্বীকার করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!