গাংনীতে স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকৌশলী সহ করোনায় আক্রান্ত-৩

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম সহ তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন। অন্য আক্রান্তরা হলেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মোঃ জাকির হোসেন ও মুজিবনগরের জেসমিন খাতুন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, শনিবার ২২ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে তিনজনের করানো পজেটিভ নিশ্চিত করা হয়। এছাড়া গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আলামিন হোসেনের নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হলে তার করোনা পজিটিভ পাওয়া যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি ।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম করোনায় আক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী অন্য সহকর্মীদের হোম কোয়ারেন্টাইন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!