ই মিটিশন চালু হওয়ায় পাল্টে যাচ্ছে গাংনী ভুমি অফিসের চিত্র

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ই মিটিশন চালু হওয়ায় পাল্টে যাচ্ছে মেহেরপুরের গাংনী ভুমি অফিসের চিত্র। ই কার্যক্রম চালুর ফলে সেবা গ্রহীতাদের ভোগান্তি কমেছে। সাধারণ মানুষ অনেকটাই হয়রানী ছাড়াই তাদের সেবা পাচ্ছেন। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার সম্প্রতি গাংনীতে যোগদানের পর ভূমি অফিস আধুনিকায়ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। আগে যেখানে সাধারণ সেবা নিতে এসে হেনস্থা শিকার হতেন, সেখানে এখন ঘরে বসেই ই মিটিশনের সেবা নিতে পারছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা বলেন, আগে এ অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার হতে হতো। অথচ ই মিটিশনের কারণে এখন সবকিছুই পরিবর্তন বলে মনে হচ্ছে। এ ধরনের সেবা অব্যাহত থাকলে সাধারন মানুষ উপকৃত হবে। সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার বলেন, নামজারি আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির জন্য ই মিটিশন সিস্টেম চালু করা হয়েছে। আবেদন দেওয়ার সাথে সাথে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস দেয়া হবে। এর পর ২৮ দিনের মধ্যে নামজারির নিশ্চিত তথ্য পেয়ে অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, সরকারি কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব সাধারণ মানুষকে যথাযথ সেবা দেয়া। আমরা সে চেষ্টাই করছি। এছাড়া ভুমি অফিসে ছোট খাটো যে সমস্য আছে সেগুলো সমাধান করা হচ্ছে। নামজারি সহ ভুমি সংক্রান্ত যে কোন তথ্য জানতে সরাসরি তার সাথে যোগাযোগ করার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!