করোনায় মৃত্যু সন্দেহে মেহেরপুরে বাড়ি লকডাউন

কর্তৃক farukgangni

মেহেরপুরে করোনায় মৃত্যু সন্দেহে কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে নৌবাহিনীর সদস্যে নাজমুল হকের (৩৫) মৃত্যু হয়েছে এমন সন্দেহে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়িটি সহ আশাপাশের আরো কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে মেহেরপুর সদর থানা পুলিশ। নাজমুল হক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, সদর উপজেলার আমঝুপি ইউপির কোলা গ্রামের বাবুপাড়ার খোকনের জামাতা নাজমুল হকের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে।    প্রতিবেশিরা জানান, নাজমুল হক তার শ্বশুর বাড়িতে অবস্থান কালে সর্দি-জ্বরে আক্রান্ত হয়। এ ঘটনাটি এলাকার সকলেরই জানা আছে। তাদের ধারনা কোরনা সংক্রামনে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে তার।     মেহেরপুর সদর থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আজম আলী জানান, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঐ বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন ঘোষনা করে পরিবারের সদস্যদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।   নাজমুলের শাশুড়ী জানান,গত ১০ দিন যাবৎ নাজমুল হক তাদের বাড়িতে অবস্থান করছিলো। লিভারের সমস্যার কারনে চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ৭ টায় কুষ্টিয়ায় নেয়া হলে একটি হাসপাতালে রাত ৮ টায় মারা যায়।   মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস জানান,নৌ সদস্য নাজমুল হক করোনার উপসর্গ নিয়ে কোলা গ্রামে তার শশুরবাড়িতে অবস্থান নেন। অসুস্থ বেশি হওয়ায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মৃতের শশুর বাড়ি সহ পার্শবর্তী কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে। ওই পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!