গাংনীতে আরো সেবা মুলক প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে…এমপি খোকন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে গাংনী ও বামুন্দীতে আরো সেবা মুলক প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। সিমাবদ্ধ থাকার পরও প্রানপণ লড়ে যাচ্ছি জনগনের দৌড় গড়ায় সেবা পৌছে দিতে কথা গুলো বলছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। শনিবার সকাল ১১ টায় মেহেরপুরের গাংনীর বামুন্দী ফায়ার সার্ভিসের শুভ সুচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন,এ ফায়ার সার্ভিস শুধু বামুন্দীর নয় এটা রাষ্ট্রীয় সম্পদ এটা সকলের। তাই এখন থেকে সেবা নিতে পারবেন সাধারন জনগন। গাংনী উপজেলা বাসির কল্যানেই এই ফায়ার সার্ভিস অফিস নির্মান করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে শুভ সুচনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,গাংনী থাকার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান রাশিদুল হক জুয়েল,বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ মহন,সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলমগীর হোসেন,তেঁতুলবাড়িয়া ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বামুন্দী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ফায়ার সার্ভিসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন। যে কোন দূর্ঘটনায় খবর জানিয়ে সেবা নিতে পারবেন বামুন্দী ফায়ার সার্বিসের এই মোবাইল নম্বরে। ০১৩১০-৯৫৮৫২৫। উল্লেখ্য : ২০১৮ সালের ২রা নভেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গাংনী উপজেলার বামন্দীতে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে গাংনী-কুষ্টিয়া সড়কের বামন্দী বাসষ্ট্যান্ডের অদূরে ৩৩ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে ফায়ার সার্ভিস স্টেশনটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!