গাংনীতে টাকার বিনিময়ে নিজ মেয়েকে দায়মুক্তি দিলেন বিয়ে পাগল হান্নান

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ক্যান্সার আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু’র সাথে সাথে সকল সপ্নের মৃত্যু হয়েছে শিশু খুশি খাতুনের। ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রতিতে নিজ মেয়ের কাছ থেকে দায়মুক্তি নিয়েছেন পাশন্ড পিতা আব্দুল হান্নান। সম্প্রতি গাংনী উপজেলার গাড়াডোব জলির বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ঐ এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খুশির স্বজনরা জানায়,খুশির মায়ের মৃত্যু’র পর তার বাবা ২য় বিয়ে করে। বিয়ের পর থেকে কারণে অকারণে খুশি খাতুনকে নির্যাতন করতে থাকে সৎ মা আর বাবা। কখনও অনাহারে কখনও অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতো। আর সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতো শিশু খুশি খাতুন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে মামা ইয়ারুল ইসলামের বাড়িতে। ধানখোলা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা মো: আখেরুজ্জামান জানান, খুশির অধিকার নিয়ে তার বাবা আঃ হান্নানকে চাপ দেওয়া হলে তিনি তার মেয়েকে কাছে রাখতে চাননি। নানান অজুহাতে শিশু কন্যা খুশিতে দোষারোপ করে। পরে এ ব্যাপারে এক বৈঠকে আঃ হান্নান মাত্র ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রতি দিয়ে শিশুটির সকল দায় থেকে অব্যাহতি নেন। আগামী তিন মাস পরে ঐ টাকা তিনি পরিশোধ করবেন। এদিকে আঃ হান্নান জানান, তার মেয়ে খুশি খাতুন শাসন করা হয় মাত্র। কোন নির্যাতন করা হয়নি। স্থানীয়রা জানান, আঃ হান্নান ছিলেন একজন বিয়ে পাগল মানুষ। সে প্রথম স্ত্রীকে সে বিনা কারণে তালাক প্রদান করে। দ্বিতীয় স্ত্রী নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে। তৃতীয় স্ত্রী কাজল রেখা বিনা চিকিৎসায় ক্যান্সারে মারা যায়। বর্তমানে চতৃর্থ স্ত্রীকে নিয়ে তার বসবাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!