গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার টাকা মাছ নিধন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ৩ লক্ষাধিক টাকার টাকা মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এ সময় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউপির সিমান্ত গ্রাম সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীরা জানান, সহড়াতলা গ্রামের মোহাম্মদ সাজেদুর রহমানের একটি পুকুর চার বছর মেয়াদে লিজ নিয়ে গ্রামের হাসেম আলী,মোখলেছুর রহমান,মুস্তাক হোসেন,হামিদুল ইসলাম, আব্দুল খালেক ও মোঃ শহিদুল ইসলাম মিলে মৎস্য চাষ শুরু করে। কিছু দিন পূর্বে ঐ পুকুরে ২ লক্ষাধিক টাকা বিভিন্ন প্রকার মাছের পোনা দেয়া হয়। বর্তমানে মাছের আকার বড় হয়েছে। সব মিলিয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা সরকারী ভাবে সহায়তার দাবি করে বলেছেন,সরকারী সহায়তা ছাড়া এ মৎস্য চাষে ঘুরে দাড়ানো সম্ভব না। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমসান জানান,এ বিষয়ে কেউ অভিযোগ করেনী। অভিযোগ পেলে অভিযুক্ত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাকির হোসেনের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নী। ছবি ও তথ্য- সুজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!