গাংনীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন , ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,জেলা জেপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নারীনেত্রী নুরজাহান বেগম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন,জেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ,নাজমুল হুদা বিশ্বাস, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রলীগের সদস্য বিদায়ী সভাপতি তৌহিদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , র‌্যাব এর প্রতিনিধি , বিজিবি প্রতিনিধি ফায়ার সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ ও সরকারী কর্মকর্তা সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!