গাংনীতে সাহেবনগরে জোড়া খুনের ঘটনায় দুটি মামলা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর সাহেবনগরে গ্রামে লিচু বাগানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের দু’জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার উভয় পরিবার গাংনী থানায় মামলা দুটি দায়ের করে। মামলার এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি। মামলার তদন্তকারী ও গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম জানান, নিহত ইসমত কবির ডাবলুর মা ইসলামা বাদী হয়ে কাজিপুর ইউপি সদস্য হাবিবকে ১ নং আসামী করে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে। যার নং ১৬ তাং ১৭-০৫-২০২০ ইং। অপরদিকে সানারুল নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে নিহত ইসমত কবির ডাবলু ও তার পিতা খবিরের নামে হত্যা মামলা দায়ের করেছে। যার নং ১৭ তাং ১৭-০৫-২০২০ ইং। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,মামলা দুটি তদন্তের পাশাপাশি মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ইসমত কবির ডাবলু নিহত হওয়ায় আদালতে চার্জশিট দাখিলের সময় তার নাম বাদ দেয়া হবে। উল্লেখ্য : গত শনিবার ৫০ শতক লিচু বাগানে দখলকে কেন্দ্র করে সন্ধা ছয়টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের দুজন নিহত হয়। নিহতরা হলেন, সাহেব নগর গ্রামের খবিরের ছেলে ইসমত কবির ডাবলু ও একই গ্রামের সেকেন সরদারের ছেলে সানারুল ইসলাম (৫৫)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!