গাংনীতে সেনা টহল শুরু। নিজ নিজ বাড়িতে থাকার আহবান

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সেনা টহল শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে টহল শুরু করে তারা। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,উপজেলা প্রশাসনের সাথে সমন্নয় করে লে:ক: ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গাংনী উপজেলা বিভিন্ন গ্রামে টহল শুরু করেছে। তিনি আরো জানান,করোনা ভাইরাস সর্তকতায় বন্ধ আছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, গণপরিবহন। জনসচেতনতা বাড়াতে প্রচারপ্রচারণা হয়েছে। প্রবাসীদের হোম কোয়ারাইন্ট নিশ্চিত ও জনসমাগন থেকে বিরত রাখার জন্য টহল শুরু হয়েছে। প্রশাসন,সেনা সদস্য,পুলিশ ও স্বাস্থ্যবিভাগ প্রবাসীদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারাইন্টে রাখায় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এসময় তিনি জনসমাগম এড়িয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য সকলের প্রতি আহবান জানান। জেলা প্রশাসক মো: আতাউল গনি বলেন, করোনা সর্তকতায় গণসচেতনতা বৃদ্ধিতে সব ধরণের প্রচারপ্রচারণা চালানো হচ্ছে। তারপরও কিছু মানুষের উদাসিনতা অসংখ্য মানুষের জিবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। একারণে মানুষের প্রাণ বাঁচাতে সরকারকে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হচ্ছে। প্রতিনিয়ন সেনা টহল অব্যহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!