গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালা। পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :
মেহেরপুরের গাংনীর করমদী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও পরীক্ষা অতিরিক্ত ফিস নেয়ার অভিযোগে স্কুলে তালা মেরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে সেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ করে তারা। এ নিয়ে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা ত্রিমুখী অবস্থানে রয়েছে। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,শিক্ষকদের সন্তানদের নামীদামি স্কুলে পড়াবে আর আমরা গরীব মানুষের সন্তান ভর্তি ও পরীক্ষার ফিসের নামে আমাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। ৫শত টাকার পরিবর্তে সেশন চার্জ ৬শত টাকা ধার্ষ করা হয়েছে। অতিরিক্ত ক্লাসের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। ইতো পূর্বে সিসি ক্যামেনরা স্থাপানের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করলেও আবারো সিসি ক্যামেরা সংস্কারের নামে শিক্ষার্থী প্রতি ১শত টাকা করে দাবি করা হয়েছে। এছাড়া ভর্তি ও পরীক্ষার ফিসের হার লাগাম ছাড়া। শিক্ষাথীলা আরো বলেন,আজকে সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো কিন্তু অতিরিক্ত টাকা না দেওয়ায় বেশির ভাগ ছাত্রছাত্রীকে প্রবেশ পত্র দেয়া হচ্ছেনা। আবার যেসব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ভালো তারা অতিরিক্ত টাকা দিয়ে প্রবেশ পত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করছে। এমসন অনিয়ম রোধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা দাবি করে বলেন,সেশন চার্জ কমাতে হবে,প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে নমনীয় হতে হবে,অতিরিক্ত ফিস ও ভর্তি ফিস নেয়া বন্ধ করতে হবে। অতিরিক্ত ক্লাসের নামে অর্থ বানিজ্য বন্ধ করতে হবে। প্রধান শিক্ষক মু: আলম হুসাইন বলেন,কিছু অসাধু লোকের উসকানির কারণে কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝেছে। তাদের সাথে কথা বলে কোন সমস্যা থাকলে সমাধান করা হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন,সার্বিক বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে সমাধান করা হবে। কেউ দোষি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!