গাংনীর জামিরুল হত্যা মামলায় জেলার জেল হাজতে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলখানায় গাংনী উপজেলার বলিয়া ঘাট গ্রমের জামিরুলকে হত্যার অভিযোগে জেলখানার সাবেক জেলার মোঃ আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষীর আলামিন ও গঞ্জের আলীকে মেহেরপুর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার মোঃ আক্তার হোসেন শেখ বর্তমানে পিরোজপুর জেলের জেলার, আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরে গেছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে কৌশলী ছিলেন ইয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুর জেলা গাংনী উপজেলার বলিয়া ঘাট গ্রামের জামিরুলকে ২০০৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ আক্টোবর তারিখে জামিরুলের জেলখানায় মৃত্যু হয়। জেলার মোঃ আক্তার হোসেন শেখ সে সময় জানান আসামী জাািমরুল জেলখানায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় আসামীর স্ত্রী একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোটে বলা হয় বিষয়টি রহস্যজনক । এর পর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি তার তদন্ত রিপোটে উল্লেখ করেন নির্যাতনের ফলে আসামী মৃত্যুবরণ করেছেন। আসামী নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!