গাংনীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ের অনিয়ম তদন্তের নির্দেশ ডিসির

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ে কোটি টাকার নিয়োগ বানিজ্য’র অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মো: আতাউল গনী। ২রা ফেব্রæয়ারী জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটি গঠনের পত্র সূত্রে জানা গেছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রতিবন্ধী স্কুলটি প্রতিষ্ঠার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন করা হয়েছে কিনা এবং সরকারী সকল বিধি বিধান যথাযথ ভাবে অনুসরন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে কিনা এসব বিষয় সহ সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া স্কুলটির অচলাবস্থা অনভিপ্রেত ও দু:খজনক। স্কুলটির বর্তমান বিদ্যমান পরিস্থিতি দীর্ঘস্থানয়ী হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান তদন্তের নির্দেশনা পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে দ্রত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!