গাংনীর বামুন্দীতে ছুরিকাঘাতে বিউটিশিয়ান ও ডাক্তার আহত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না পেয়ে বিউটিশিয়ান আঁখি (২৫) কে ছুরিকাঘাত করেছে চাঁদাবাজরা। এসময় চাঁদাবাজদের হাত থেকে আঁখিতে রক্ষা করতে আসা আলাউদ্দীন নামের স্থানীয় এক হোমিও ডাক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দিয়েছে চাঁদাবাজরা। সোমবার দুপুর ২ টায় গাংনী উপজেলার বামুন্দী বাজার বাসষ্টান্ডে প্রকাশ্য এ ঘটনা ঘটে। বিউটিশিয়ান আঁখি জানান,ছাতিয়ান শেখ পাড়ার আরিকুল ইসলামের ছেলে জয় ও একই গ্রামের বল্টু মিয়ার মেয়ে রানী খাতুন তার বিউটি পার্লারে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না চাইলে রানী আমার চোখে ছুরি দিয়ে আঘাত করে। এসময় জয় স্বর্ণের চেইন ছিনতাই করে।এসময় চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী হোমিও ডাক্তার আলাউদ্দীন আমাকে বাঁচাতে এগিয়ে এলে হাতুড়ি দিয়ে তার বাম হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসী জয়। হোমিও ডাক্তার আলাউদ্দীন জানান,জয়ের হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে তার উপর আক্রমন করে। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে বামহাত ভেঙ্গে দেয়। পরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় চাঁদাবাজ জয়। স্থানীয় লোকজন ছুটে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান,আহতাবস্থায় আঁখি ও আলাউদ্দীনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে কথা বলতে চাইলে জয় কিংবা আখিঁকে পাওয়া যায়নী। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,মাদক সেবন,মেয়েদের উত্যক্ত,চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। হামলার ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হামলার পিছনে চাঁদাবাজি না কি অন্য কোন ঘটনা রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!