গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ :

মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ হোসেন ফিলিং স্টেশনে পেট্রোলে পানি মেশানোর অভিযোগে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার ১২ টায় ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন এ রায় ঘোষনা করেন। এর আগে পেট্রোল পাম্প মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ভুক্তভুগীরা।
চেংগাড়া গ্রামের রাকিবুল ইসলাম জানান,তিনি (আজ) মঙ্গলবার সকালে মটরসাইকেল ৫শ’ টাকার পেট্রোল নেন। পেট্রোল নেওয়ার কয়েক শ’ মিটার যাওয়ার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে তেলের লাইন খুলে দিলে পানি বের হতে থাকে।
পশ্চিম মালসাদহ গ্রামের মিলন হোসেন বলেন,তিনি ৯শ’৮০ টাকা তেল নিয়ে বাড়ি যাওয়ার পথে মটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে প্লাগ পরিস্কার করেও স্টার্ট না হওয়ায় মিস্তির কাছে নিলে পেট্রোলের সাথে পানি বের হতে থাককে।
ভোমরদহ গ্রামের সিরাজুল ইসলাম বলেন,তিনি ৫শ’ টাকার পেট্রোল নিয়ে কিছুদুর যাওয়ার পর মটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে ট্যাংকিতে থাকা তেল বের করার সময় পেট্রোল মিশ্রিত পানি বের হতে থাকে। এছাড়া মটরসাইকেল মালিকরা ক্ষতিপুরন দাবি করার পাশাপাশি দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় পেট্রোলপাম্প মালিকের বিচারের দাবিতে সকাল ১০ টার পর থেকে অর্ধশতাধিক মটরসাইকেল মালিক প্রেট্রোল পাম্পে এসে বিক্ষোভের পর তারা মানববন্ধন করে।
পরে গাংনী থানার এস আই প্রহল্লাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। গাংনী থানার এস আই প্রহল্লাদ জানান, মটরসাইকেল মালিকদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তেলপাম্প মালিকের ছেলে রিপন হোসেন এ বিষয়ে বলেন, কিভাবে পেট্রোলের পানি গেছে তিনি তা বুঝতে পারছেন না। তবে মটরসাইকেল মালিকদের ক্ষতিপুরন দেয়া হবে।
ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন বলেন,পেট্রোলে পানি মেশানোর ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। মালিকপক্ষ ঘটনার পরবর্তীতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে তার প্রতিশ্রতি দিয়েছে। তবে অপরাধ প্রমানিত হওয়ায় ভোক্তাঅধিকার আইনে পেট্রোল মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের কারাদান্ডের নির্দেশ দেন। পরে পেট্রোলপাম্প মালিক টাকা ১ লাখ টাকা পরিশোধ করেন।
উল্লেখ্য : ২০২০২ সালের ২৩ ডিসেম্বর জ্বালানি তেলের পরিমান কম দেওয়ার অভিযোগে হোসেন ফিলিং ষ্টেশনের মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!