গাংনী পৌরসভায় ধর্মঘটে সড়ক বাতি সহ সকল সেবা বন্ধ।  ঢাকায় অবস্থান কর্মসূচী চলছে

কর্তৃক farukgangni

ফারুক আহমেদ,গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সরকারী কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধার দাবিতে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনী পৌরসভায় ধর্মঘট শুরু হয়েছে। রবিবার সকাল থেকে ঢাকা আইডিবির সামনে অবস্থান কর্মসূচীর মধ্যে দিয়ে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে দূর্ভোগে পড়েছে সেবা প্রার্থীরা। এদিকে সন্ধ্যা থেকে গাংনী পৌর এলাকার সড়ক বাতি গুলো বন্ধ রয়েছে। রাজধানী ঢাকার আইডিবি চত্তরে অবস্থান ধর্মঘটে অংশ নেয়া গাংনী পৌরসভার স্টাফরা জানান,দু”মুঠো ভাত কাপড়ের নিশ্চয়তার জন্য প্রখর রোদে পুড়ে পানিতে ভিজে অনাহারে অর্ধাহারে থেকে অবস্থান কর্মসূচী পালন করছি। বিলাসিতার জন্য না প্রধানমন্ত্রীর কাছে দু’মুঠো ভাত কাপড়ের দাবি করছি। আন্দোলনে থাকা গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বলেন,সংবিধানের ১৫নং অনুচ্ছেদে ‘ক’ উপদফায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক উপকরণগুলো নিশ্চিত করার কথা বলা হলেও বেতন ভাতা না দিয়ে সংবিধান লংঘন করা হচ্ছে। সংবিধানের ১৪নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রের অন্যতম মূল দায়িত্ব হল, মেহনতি মানুষ, কৃষক ও শ্রমিকের এবং জনগণের মধ্যে পিছিয়ে পড়া অন্য গোষ্ঠীগুলোকে সব ধরনের শোষণ থেকে মুক্তি দেয়া। এক্ষেত্রেও বৈশম্য করা হচ্ছে। গাংনী পৌরসভা কর্মকর্তা কর্মচারী কমিটির নেতৃবৃন্দ জানান,যতদিন পর্যন্ত আমাদের নায্য দাবি মেনে না নেয়া হবে ততদিন তারা ঘরে ফিরবেন না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!