গাংনী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন শুরু

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০ ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৫৯৭ জন। এই প্রথমবারের মত ইভিএম ম্যাসিনের মাধ্যমে ভোট দেবে গাংনী পৌরসভার ভোটাররা।
নির্বাচনে ৫জন মেয়র সহ ৫২জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আহম্মেদ আলী (নৌকা), বিএনপির আসাদুজ্জামান বাবলু (ধানের শিষ), ইসলামী আন্দোলনের আবু হুরাইরা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (জগ) ও স্বতন্ত্র আনারুল ইসলাম (বর্শি) প্রতীক। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!