দুর্যোগে ঋণআদায় করায় এনজিও কর্তাদের উপর চটেছেন গাংনীর এমপি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সরকারী বিধি নিষেধ অমান্য করে মেহেরপুরের গাংনীতে ঋণআদায় করায় এনজিও কর্তাদের উপর চটেছেন সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন। বুধবার বিকাল ৩ টায় সময় পৌর এলাকার বেশ কয়েকটি এনজিও কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে অসন্তোশ প্রকাশ করে ঋণআদায় বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষা পেতে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ কারনে নানা পেশার মানুষ তাদের ক্ষুদ্রব্যবসা বাণিজ্য সহ আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এসব বিবেচনায় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মাসের জন্য এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এই তথ্য প্রকাশের পরও উপজেলার কয়েকটি এনজিও নির্দেশনা উপেক্ষা করে তাদের কর্মীরা অসহায় দরিদ্র কর্মহীন দরিদ্র মানুষ গুলোর মানুষের বাড়ীতে গিয়ে জোর পূর্বক ঋণআদায় করে আসছিলো। তিনি বলেন বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ পেয়ে গাংনী উপজেলা বেশ কয়েকটি এনজিও কর্মকর্তার সাথে কথা বলে ঋণআদায় বন্ধ রাখতে বলেছি। এরপরও যদি এনজিও কর্মীরা ঋণআদায় করতে যায় সেখানে যদি কোন অপ্রতিকর অবস্থার সৃষ্টি হয় তার দায়িত্ব ঐ এনজিও কর্তৃপক্ষ কে নিতে হবে। পরে গাংনী বাজারে করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে সচেতনতা করার পাশাপািশ মাস্ক বিতরণ করেন। এসময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!