নৌ সদস্য নাজমুলের করোনায় মৃত্যু হয়নি—সিভিল সার্জন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুুরের চাঁদবিল গ্রামের জামাতা নৌ বাহিনীর সদস্যে নাজমুল হকের শরীরে কোন করোনা সংক্রামন ছিলনা বলে দাবি করেছে মেহেরপুরের স্বাস্থ্য বিভাগ। বুধবার আইইডিসিআর থেকে প্রাপ্ত রক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন। তিনি আরো জানান,এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬৩ জনের নমুনা আইইডিসিআওে পাঠানো হলেও ৩২জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩২ জনই করোনা মুক্ত। তিনি জানান,সর্দি-জ্বরে আক্রান্ত গত ২ এপ্রিল হয়ে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পারি এরপরপরই পুলিশ সদস্যরা মৃতের শশুর বাড়ি সহ পার্শবর্তী কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হলে তারা নিশ্চিত করে নৌ বাহিনীর সদস্য নাজমুল হক করোনা আক্রান্ত ছিলেন না।  নৌ বাহিনীর সদস্য নাজমুল হক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপির কোলা গ্রামের বাবুপাড়ার খোকনের জামাতা। তবে বিভিন্ন সূত্রে জœা গেছে নৌ বাহিনীর সদস্য নাজমুলের শশুর বাড়ি লকডাউন খুলে দেয়া হয়েছে। উল্লেখ্য : গত ২ এপ্রিল নামজুল হক তার শশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!