পাখির প্রতি এমপির ভালোবাসা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে গাংনী শহর। পাখির কোলাহলে ভোরে ঘুম ভাঙ্গে এ শহরের মানুষের। প্রতিদিন কাগডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে গাছে কিচিরমিচির শব্দে জানিয়ে দেয় তাদের সরব উপস্থিতি। পাখিগুলোকে বাঁচিয়ে রাখতে তাদের নিয়মিত খাবার দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় খাবার দোকানিরা পাখি গুলোকে নিয়মিত খাবার দিলেও করোনা সংক্রাম ছড়িয়ে পড়ার আশংখায় সেই দোকান গুলো বন্ধ থাকায় খাদ্য সংকটে ভুগছে পাখি গুলো। বুধবার দুপুর ১২ টায় গাংনী বাসস্টান্ডে পাখিগুলোতে খাবার দেয় মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। পাখি গুলোতে খাবার দেয়া শুরু করলে বাজারের সব পাখি একতা জড়ো হয়। সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,দীর্ঘদিন যাবৎ গাংনী বাজারে বিপুল সংখ্য পাখি বাসা বেধে অবস্থান করে। এই পাখি গুলোকে তিনি বেশ কয়েক বছর যাবৎ খাবার দেন। এছাড়া গাংনী বাজারে পিয়াজু ব্যবসায়ীরা পাখি গুলোকে খাবারের ব্যবস্থা করে দেন। পাখি গুলো গাংনী শহরের মানুষ আপন করে নিয়েছে। তিনি আরো বলেন,সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নানা ব্যস্ততার কারনে সময় মত পাখি গুলোকে খাবার দিতে না পারলেও যখনই বাজারে আসি তখনই পাখি গুলোকে খাবার দিই। পাখিগুলোকে ডাকলেই কাছে চলে আসছে। পাখি গুলোর সাথে গাংনী শহরের মানুষ গুলোর রয়েছে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তিনি আরো বলেন, পাখি গুলো শুধু গাছের ডালেই নয়, বৈদ্যুতিক ও ডিসের লাইনের তারেও তাদের আশ্রয়। ঝাঁক বেঁধে পাখিদের ওড়ার দৃশ্য দেখতে ও কিচিরমিচির শুনতে ভালো লাগে। পাখির দৃশ্য ক্যামেরায় ও মোবাইল ফোনে ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ছড়িয়েও দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!