প্রতিটা ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে.. গাংনীতে পুলিশ সুপার মো: রাফিউল আলম

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

প্রতিটা ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। যারা ব্যত্যয় ঘটনানোর চেষ্টা করবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মো: রাফিউল আলম। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ষোলটাকা,ধানখোলা ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচ উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন,সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ন ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। নির্বাচনে একচুল ব্যত্যয় ঘটবেনা। গত ১১ নভেম্বরের চেয়ে আরো বেশি ভালো নির্বাচন উপহার দেয়া হবে।  জেলা প্রশাসক ড.মুনসুর আলম খাঁন বলেন,প্রার্থীদের দায়িত্ব ভোটারদের কাছে যাওয়া এবং ভোটারদের ভোট কেন্দ্রে এনে শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রদান করা। সকলের সহযোগিতায় ২৮ নভেম্বর শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবু আনসার,পৌর মেয়র আহমেদ আলী,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম,সহকারী কমিশনার নাজমুল আলম,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,রিটানিং অফিসার মো: আলাউদ্দীন ও মাহফুজুর রহমান সহ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!