বামুন্দীকে উপজেলা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ৩৬ ফিট প্রসস্থ করা হবে– জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

বামুন্দীকে উপজেলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। রবিবার গাংনী উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ৩৬ ফিট প্রসস্থ করা হবে। এতদিন মেহেরপুর জেলায় কোন মন্ত্রী না থাকায় কিছুটা উন্নয়নে পিছিয়ে ছিলাম আশা করি এবার জেলায় ব্যাপক উন্নয়ন হবে। ছোট জেলাকে কিভাবে বড় করা যায় তা চিন্তাভাবনা চলছে। গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠাবেন। প্রস্তাবটি পরে আমার মন্ত্রনালয়ে আসবে তখন কাজটি সহজ হবে। তখন উন্নয়নও বেশি হবে সাথে একটি উপজেলাও বাড়বে। তাতে মেহেরপুরের মানসম্মান বাড়বে। বাড়বে বরাদ্দও। এছাড়া উন্নয়নের মাধ্যমে মেহেরপুরের দুটি আসন আওয়ামীলীগের ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জেলা বড় বড় কয়েকটি ইউনিয়ন কে ভেঙ্গে পৃথক ইউনিয়ন গঠন করা হবে। ইফতার মাহফিলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম,এ খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম ,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,মেহেরপুর পৌরসভার মেয়র রিটন,গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার, গাংনী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন,গাংনী পৌর সভার সাবেক মেয়র আহমেদ আলী,মেহেরপুর জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী নুরজাহান বেগম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়নে সেপু,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন,গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনরুল ইসলাম বাবু,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ও ইউনিয়ন আ.লীগ . যুবলীগ . কৃষকলীগ, ছাত্রলীগের সভাপতি,সম্পাদক সহ নানা শ্রেণি পেশার রোজাদার উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, গাংনী উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!