ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে গাংনীর ৭জন আহত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

ভারতগামী মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে গাংনীর নারী-শিশুসহ ৭ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী মহিলা কলেজ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান,তার ভাই ষোলটাকা ইউপি সদস্য ময়নাল হক,মেয়ে ফাতেমা খাতুন (০৬) ছেলে ইয়ামিন (০৭), প্রতিবেশি বজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন (৪৫), মহিউদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৫), শের আলীর ছেলে মঈনুল ইসলাম (৪২) ও আব্দুল মালেকের ছেলে তরিকুল ইসলাম (২২)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানাায়, রোববার সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশে ফেরা পাসপোর্ট ধারী যাত্রীরা মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় জয়নয়ন চেকপোস্ট অতিক্রম করতে গেলে ভারতগামী একটি মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে ৭ জন মাইক্রোবাসের যাত্রী। পরে বিজিবি সদস্যরা তাদেরকে দ্রত উদ্ধার করা স্থানীয় ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমা ইয়াসমিন জানান, আহতেদের মধ্যে নাসিমা খাতুন, মঈনুল ও হান্নানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!