শুটিং ইভেন্টে আন্তজার্তিক পদক পেলেন গাংনীর কৃতি সন্তান নিলুফা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

এস এ গেমস শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশের মুখ উজ্জল করেছে মেহেরপুরের গাংনীর কৃতি সন্তান নিলুফা। গত কয়েক দিন আগে এস এ গেমস শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। নিলুফা গাংনী বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী রুহুল আমিনের বড় মেয়ে। ২০১২ সালে নিলুফা বিকেএসপিতে তার শুটিং ইভেন্টে নৈপুন্যের জন্য জায়গা করে নেয়। তার পর থেকে শুরু হয় পথ চলা। এরপর আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে সে। তারই ধারাবাহিকতায় এবার এসএ গেমসে তার শুটিং নৈপুন্যে অসাধারণ অবদান রাখায় ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশের মুখ উজ্জল করেছে। নিলুফা ব্রোঞ্জ পদক পাওয়ায় নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অবস্থিত ত্রিভ‚বন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী প্রধান ডঃ ধর্ম প্রশাদ খানাল গত রোববার নিলুফার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অভিনন্দন জানান। সে শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক পাওয়ায় বাংলাদেশের সরকারি ও বেসরকারী বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেবে। শুধু শুটিং এ নয় লেখাপড়াতেও সে মেধাবী। সে এ বছর এইচ এস সি পরীক্ষায় ভাল ফলাফল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!