অতিতে সরকারী সোলার টাকার বিনিময়ে দেয়া হয়েছে… খোকন এমপি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

অতিতে সরকারী সোলার টাকার বিনিময়ে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে তাই সচ্ছতা ও জবাবদিহির জন্য সকলকে একত্রিত করে সোলার বিতরণ করা হলো বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। শনিবার দুপুর ১২ টায় গাংনী উপজেলা অডিটরিয়ামে সোলার ফ্যান বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,আমরা ভুল ত্রæটির উর্দ্ধে নয়। আমারও ভুল হতে পারে তাই আপনারা আমার ভুল টা ধরিয়ে দিবেন আমি নিজেকে শুধরিয়ে নেব। আপনাদের উন্নয়নে কাজ করছি করেই যাবো আপনারা আমাকে সহযোগিতা করেন। ফ্যান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। এসময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,সাবেক কমান্ডার আমিরুল ইসলাম,কাউন্সিলর নবীর উদ্দীন,আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান কমল, সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান,৩৪২ জনের মাঝে সোলার ফ্যান বিতরণ করা হয়। ইতোপূর্বে সোলার সিষ্টেম বিতরন করা হয়েছিলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!