অধিকার প্রতিষ্ঠায় গাংনী পৌরসভায় ধর্মঘট অব্যাহত। সেবা প্রার্থীরা চরম বিপাকে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনী পৌরসভায় ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে সেবা প্রার্থীরা চরম বিপাকে পড়েছে। এদিকে গাংনী পৌর এলাকার সড়ক বাতি গুলো বন্ধ থাকায় অন্ধকার অবস্থায় রয়েছে গোটা শহর। সড়কগুলো অন্ধকার থাকায় কারণে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কেন এই ধর্মঘট জানতে চাইলে গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারী বলেন,সরকারের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি করেছি। চেয়েছি দু’মুঠো ডাল ভাতের অধিকার। দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মহলে আমাদের দাবি গুলো উপ¯া’পন করলেও বারবারই আশ্বাস দেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নী। তারা আরো বলেন,ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,জেলা পরিষদ স্থানীয় সরকারের শাখা হলেও তাদের নিয়মিত বেতন ভাতা দেয়া হচ্ছে। অথচ দিনের পর দিন মাসের পর এমনকি বছর পার হলেও বেতন হয়না পৌরসভা গুলোতে। বেতন ভাতা না পেয়ে কর্মকর্তা কর্মচারীরা সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবন করে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই মুজুরী পরিশোধ করার কথা ইসলামে উল্লেখ থাকলেও শরীরের চামড়া খুলে গেলেও বছরের পর বছর বেতন হয়না। সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব পৌরসভায় ধর্মঘট অব্যাহত থাকবে। সারা দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পানিতে ভিজে প্রখর রোদে পুড়ে ঢাকায় অধিকার আদায়ে আন্দোন করছে। দাবি মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়েছে আন্দোলন থেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!