আঞ্চলিক মহাসড়কে কাঁদা। গাংনীর জোড়পুকুরিয়াতে ৩ ঘন্টা যানচলাচল বন্ধ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম,ফারুক আহমেদ :

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া বাজারে ইটভাটার মাটি রাস্তায় পড়ে কাঁদা হওয়ার কারনে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। মঙ্গলবার সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। যানচলাচল বন্ধ থাকায় রাস্তার দু’পাড়ে কয়েকশত গাড়ি আটকা পড়ে। চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। রাস্তায় মাটি ফেলে দূর্ভোগ সৃষ্টির ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ করে যাত্রী ও বাস ট্রাক শ্রমিকরা।
স্থানীয়রা জানান,আবাদি জমি কেটে পুকুর ভরাট ও ইটভাটায় মাটি কেটে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে কাঁদার সৃষ্টি হচ্ছে। রাস্তায় কাঁদা হওয়ার কারনে গাড়ী চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দূর্ভোগে অতিষ্ট হয়ে এলাকাবাসী সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রশান ,সড়ক জনপথ বিভাগের কাছে অভিযোগ করেও কোন সমাধান না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন তারা।  কয়েকজন বাস ও ট্রাক চালক জানান,জোড়পুকুরিয়া বাজারে রাস্তার উপর মাটি পড়ে কাঁদা হওয়ার হওয়ার কারনে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ করে শ্রমিক ও পথচারিরা।  ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান,রাস্তায় মাটি পড়ে জনদুর্ভোগের বিষয়টি সহকারী কমিশনার ভুমিকে জানানো হয়েছে।  গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান,ইতোমধ্যে ইটভাটা মালিকদের সাথে বৈঠক করে রাস্তায় মাটি না ফেলার জন্য বলা হয়েছে। এছাড়া রাস্তায় মাটি ফেলার কারনে কয়েকজন ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস পুলিশ কাজ করছে। এছাড়া সহকারী কমিশনার ভুমিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো: সুলতান মাহমুদ বলেন,বিষয়টি নিয়ে গাংনী থানাকে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে। এবার ভ্রাম্যমান আদালত বসিয়ে অঅইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!