ঈদ আনন্দ নেই মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীদের পরিবারে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-প্রহরী ১০৪ জন পরিবারের ঈদে আনন্দ নেই। বেতন ও ঈদ বোনাস না পেয়ে সংসার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবপন করছে তারা। বেতন বোনাস না পাওয়ায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন তারা। সকলেই যখন ঈদের আনন্দ করবে ঠিক তখনই আমাদের সন্তান পরিজনদের নিয়ে সে আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। মা বাবা ও সন্তানদের জন্য একটি নতুন জামা কাপড় নিতে পারেনী। একারণে বাবা মায়ের কাছে সন্তান হিসেবে লজ্জা আর অপমানের কি আছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি রাজু আহমেদ বলেন,মেহেরপুর সদরে ৫৭ গাংনী উপজেলায় ২৫ ও মুজিবনগরে ২২ জন মোট ১০৪ জন বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে বরাদ্দ না থাকায় বেতন ভাতা হয়নী মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীদের। বেতন ভাতা থেকে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা জানান,সরকার সকল কর্মচারীদের বেতন ভাতা মে মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধের নির্দেশনা থাকলেও বরাদ্দ না থাকার অজুহাতে আমাদের ঈদ উৎসব থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে বেতন ভাতা ছাড়ের ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!