কমিটি বাতিলের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে গাংনীতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরসড়ক অবরোধ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পদবঞ্চিত নেতা কর্মীরা। রবিবার দুপুর ১২ টায় মাথায় কাফনের কাপড় বেঁধে গাংনী বাজার বাসষ্টান্ডে রাস্তায় শুয়ে বিক্ষোভ করে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সব ধরনের যানবাহন চলচল বন্ধ হয়ে যায়। এর আগে গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাংনী বাসষ্টান্ডে এসে রাস্তায় অবস্থান নেয় তারা। মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব ও সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব। ছাত্রলীগ নেতা কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁেধ রাস্তায় অবস্থান নেওয়ার কারনে ১ ঘন্টা যানজটে আটকা পড়ে বিপুল সংখ্যক যানবাহন। এদিকে গাংনী বাজার বাসষ্টান্ডে এসে আন্দোলনকারী পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে একাত্তত্ব প্রকাশ করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,সাবেক পৌর মেয়র আহমেদ আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,সাবেক ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন,সাধারন সম্পাদক বিপ্লব হোসেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,বিভিন্ন সূত্রে জানতে পেরেছি গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হয়নি। এছাড়া ঘোষিত কমিটির সভাপতি সম্পাদকদের পরিবারের বির্তকিত ভুমিকা রয়েছে বলে মন্তব্য করেন। পরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররীগ নেতা কর্মীরা। উল্লেখ্য গত ৮ দিন যাবৎ পদবঞ্চিত নেতা কর্মীরা ধারাবাহিক কর্মসূচী পালন করে আসছে। তাদের দাবি গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাজাকার ও বিএনপি জামায়াতের পরিবারের সদস্য রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!