করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেহেরপুরে যৌথ মহড়া

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েটিফোর ডটকম :

মেহেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতনতার পাশাপাশি তাদের ঘরে থাকতে বাধ্য করার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহীনি যৌথভাবে কাজ করছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী,লে:ক: ইমাম ফখরুদ্দীনসহ জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা সচেতনতার কাজে অংশ নেন। তারা পায়ে হেটে মেহেরপুর শহরের বড় বাজার পর্যন্ত মানুষকে সচেতন করার পাশাপাশি বাড়িতে থাকার পরামর্শ দেন। পরে গাড়ি বহর নিয়ে আমঝুপি বাজারে চলে যান। সেখানে বিকেল পর্যন্ত মানুষকে সচেতন করার কাজ করবেন বলে জানা গেছে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, দেশে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। তিনি এ বিষয়ে সকলের সহায়তা কামনা করেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় , এ প্রযর্ন্ত মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় ১৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৪ জন। হোম কোয়ারেন্টইন শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ২৪৪ জনকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!