কৃষকের ভাগ্য পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্য’র পরিবর্তন হবে…এমপি খোকন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন কৃষি ও কৃষকের ভাগ্য পরির্বতনের মধ্যে দিয়ে গাংনীর মানুষের অর্থনীতি উন্নতি সম্ভব। গাংনী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুর ১২ টায় ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার (ধান ও গমকাটা) মেসিন বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কৃষকের ভাগ্য পরিবর্তন হলে বাংলাদেশের ভাগ্য’র পরিবর্তন হবে। তাই প্রধানমন্ত্রী কৃষকের ভাগ্য’র পরিবর্তন ও বেকার সমস্যা দুর করতে নানাবিধও কর্মসূচী গ্রহন করেছেন। তিনি বলেন,আমি কৃষকের সন্তান তাই আমি কৃষকের সাথেই চলছি কৃষকের কথাই বলি। সরকার সার বীজ সহ বিভিন্ন উপকরন সহায়তা দিচ্ছে কৃষককে সেগুলো আপনার যথাযত ব্যবহার করবেন। কম্বাইন হারভেস্টার (ধান ও গমকাটা) মেসিন গ্রহিতাদের উদ্যোগে তিনি বলেন, এই মেসিনের মালিক জনগন এটা মনে করে কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন। এলাকার কৃষক সল্প সময়ে কম খরচে তার উৎপাদিত পন্য ঘরে তুলতে পারবে একারনে এই মেসিন প্রদান করছে সরকার। গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ বলেন,দেশজুড়ে একযোগে বরো ফসল কাটা শুরু হওয়ার কারনে শ্রমিক সংকট দেখা দেয়। ফসল উৎপাদক খরচ কমাতে ও কৃষিযান্ত্রিক করনে সরকার ২শ কোটি টাকা বরাদ্দ দিয়ে সারাদেশে এই কম্বাইন হারভেস্টার (ধান ও গমকাটা) মেসিন বরাদ্দ করেছে। এই মেসিন ব্যবহারের ফলে কৃষকরা সল্প খরচে ফসল সুষ্ঠভাবে ঘরে তুলতে পারবে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাসেল রানা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!