গাংনীতে আবারো একজন করোনা আক্রান্ত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে রেজাউল হক নামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম। করোনা আক্রান্ত রেজাউল হক উপজেলার বামুন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, রেজাউল হক পাবনা জেলায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। শারীরিক ভাবে অসুস্থ থাকায় সে পরিচয় গোপন করে মেহেরপুর ফিন টাওয়ার ঠিকানা দিয়ে পরীক্ষার জন্য নমুনা দেয়। কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ বলে নিশ্চিত করে। রেজাউল হক তার নিজ বাড়িতেই থাকবেন। তার বাড়ি সহ কয়েকটি বাড়ি লকডাউন করা হবে। এবিষয়ে কথা বলতে চাইলে রেজাউল হকের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল বন্ধ করে দেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে মেহেরপুর জেলার ২২টি পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নতুন একটি পজেটিভ ও একটি ফলোআপ পজেটিভ। মেহেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত ৪৪ জন। এর মধ্যে সুস্থ ২০ ও মৃত ৪। বাকী আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছে।
তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!