গাংনীতে এসএসসি পরীক্ষা গ্রহন।  কেন্দ্র সচিব শোকজ ও দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে প্রথম দিনের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে শেষ হয়েছে। ১৩টি কেন্দ্রে এক যোগে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে নির্ধারিত সময় পার হওয়ার পরও পরীক্ষা নেওয়ার অভিযোগে এক কেন্দ্র সচিবকে শোকজ ও দুজন সহকারী শিক্ষক শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষা উপলক্ষে গাংনীতে ৯ টি মুল ও ৪টি উপকেন্দ্রে ৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। পরীক্ষার হল গুলোতে এই প্রথমবারের মত ১৪৭ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কন্ট্রোল রুম থেকে সব কয়টি কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরও পরীক্ষা নেওয়ার অভিযোগে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব মো: মিজানুর রহমানকে শোকজ ও ঐ রুমে দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ওয়াজ্জেল হোসেন ও বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা পারভীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এদিকে মেহেরপুরের জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!