গাংনীতে এস এস সি পরীক্ষার্থী ৪ হাজার ৭৭৫ জন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

সোমবার একযোগে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।এরই ধারা বাহিকতায় মেহেরপুরের গাংনীতে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৭৭৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দেশের ১৩ উপজেলায় সিসি ক্যামেরায় আওতায় পরীক্ষা নেয়া হবে বলে শিক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা যায়। ১৩টি উপজেলার মধ্যে রয়েছে গাংনী উপজেলা। গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৩ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। এগুলো হলো-গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ (মূল কেন্দ্র),গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (উপ-কেন্দ্র),গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ (উপ-কেন্দ্র ভোকেশনাল শাখা) জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় (মূল কেন্দ্র),জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয় (উপ-কেন্দ্র)বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ (মূল কেন্দ্র), বামন্দী মাধ্যমিক বিদ্যালয় (উপ-কেন্দ্র),সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় (মূল কেন্দ্র),কেএনএসএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (উপ-কেন্দ্র),রাইপুর মাধ্যমিক বিদ্যালয়,বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় (মূল কেন্দ্র),বিপিএন মাধ্যমিক বিদ্যালয় (উপ-কেন্দ্র),গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র (দাখিল শাখা)। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, গাংনী উপজেলার ১৩ কেন্দ্রেই সিসি ক্যামেরায় পরীক্ষার রেকর্ড করা হবে। এবং পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োজিত থাকবে । কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি একজন করে অফিসার থাকবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!