গাংনীতে করোনা রোগী শনাক্ত

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সুলতানা।  তিনি জানান,প্রথমবারের মতো গাংনী উপজেলার কাজিপুর এলাকার জনৈক এক ব্যক্তির (২৫) শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। করোনা আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফরিদপুর জেলা থেকে তার নিজ বাড়ি কাজিপুরে এসে অবস্থান করছিল। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা সংক্রামণে সংক্রামিত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে হোম আইসোলেশন এ রাখা হয়েছে। এছাড়া করোনা সংক্রমনে সংক্রামিত ব্যক্তির পরিবারের আরও তিনজন সদস্য রয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। তিনি আরো জানান,৩১ মার্চ থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ২শ’জন ব্যক্তির নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে একটি করেনা পজেটিভ। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, এ ধরনের কোন তথ্য তার জানা নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!