গাংনীতে করোনা সন্দেহে আরো এক রুগীর রক্ত আইইডিসিআরে

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে সর্দি-কাশি জ্বর থাকায় এক রুগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রামন আছে কি না পরীক্ষার জন্য রক্ত আইইডিসিআরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রক্ষের নমুনা পাঠানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন জানান,ঐ ব্যক্তির সর্দি-কাশি জ্বর কিংবা করোনা সংক্রামনের লক্ষন সন্দেহজনক হওয়ায় তার রক্ত পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে ঐ রুগী নিজ বাড়িতেই চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনা সংক্রামনে আক্রান্ত কিনা পরীক্ষা নিরিক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাংনী উপজেলা থেকে মোট ২টি রক্তের নমুনা পাঠানো হয়। উল্লেখ্য : গত কয়েকদিন আগে গাড়াডোব গ্রামের জনৈক্য এক রুগীর রক্তের নুমনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে সে প্রতিবেদন এখনও স্বাস্থ্য বিভাগের কাছে পৌছাইনি বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন। এদিকে আইসোলেশনে থাকা গাড়াডোবের ঐ রুগীর সবশেষ অবস্থা জানতে চাইলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা রিয়াজুল আলমের ব্যবহৃত মোবাইল ফোন দীর্ঘ সময় (সকাল ১১ টা থেকে) ব্যাস্ত থাকায় কোন মন্তব্য জানা সম্ভব হয়নি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া খুব প্রয়োজন না হলে যত্রতত্র রাস্তাঘাটে ঘোরাফেরা না করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষা পেতে প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!