গাংনীতে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার ৩ আসামী গ্রেফতার

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ইটভাটায় চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাভভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইটভাটা শ্রমিকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান,গাংনী থানার এসআই শাহিন ও এসআই নূর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের হাতিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুৎকে ঝিনাইদহ বাসষ্ট্যান্ড,একই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে ইমরান হোসেন ইংরেজ ও কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের জাফর মিস্ত্রির ছেলে জিয়া কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির ঘটনায় জড়িত অন্য আসামীদের নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে তাদের দ্রত গ্রেফতার করা হবে। গত ৭ জানয়ারী শুক্রবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের নাজমুলের ইটভাটায় চাঁদার দাবিতে শ্রমিকদের মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে বোমা বিস্ফোরন ঘটিয়ে চলে যায় চাঁদাবাজরা। এ ঘটনায় ইটভাটা মালিক নাজমুল হোসেন বাদী হয়ে গাংনী থানায় একটি চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলা নং ০৩ তাং ০৮.০১.২০২২ ইং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!