গাংনীতে জমির সিমানা প্রাচীর নির্মানে বাধা ও মারধরের অভিযোগ

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে জমির সিমানা প্রাচীর নির্মানে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সকাল ১০ টায় উপজেলার কল্যানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,হারুন মন্ডলের ছেলে বিল্লাল হোসেন ও রাজমিস্ত্রী সাহারুল ইসলাম। অভিযুক্তদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুৃতি চলছে। বিল্লাল হোসেন জানান,১৯৬৩ সাল থেকে কল্যানপুর গ্রামের ১১৯৯ নং দাগের ১১ শতক ও ১২০০ নং ১৪ শতক জমি পৈত্তিক সূত্রে পাওয়া জমিতে বাগান বাড়ি করে বসবাস করে আসছি। ঘটনার দিন সিমানা প্রাচীর দিতে গেলে একই গ্রামের দেওয়ান মন্ডলের ছেলে ওমর আলী,জামাল উদ্দীন, কালাম,কলিমুদ্দীনের ছেলে আবু,মোশাররফ, মোশাররফের ছেলে লাভলু,আবুর ছেলে রমাদান,সাবুর ছেলে মিলন হোসেন বাধা দেয়। এক পর্যায় তারা আমাকে ও রাজমিস্ত্রীকে মারধর করে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই জোর পূর্বক জমি দখলের পায়তারা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা না নিলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। জামাল হোসেন বলেন,বিরোধ পূর্ন জমিতে সিমানা প্রাচীর নির্মান করছিলো বাধা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান,বিল্লাল ও সালাম সহ তার ভাই মিলে ঐ জমিতে দীর্ঘদিন যাবত বসত বাড়ির পাশাপাশি বাগান করলেও ওমর আলী, জামাল ও আবু গং জোর পূর্বক সেই দখল করতে মরিয়া হয়ে উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বড় ধরনের সহিংশতা হতে পারে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন,মারধর ও সিমানা প্রচীর নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!