গাংনীতে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ঝড় ও বৃষ্টিতে উঠতি ফসল-গাছপালাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিকল হয়ে পড়েছে বিদ্যুত ব্যবস্থা। গত বুধবার দিবাগত রাত পৌনে ১০টা থেকে মধ্যেরাত পর্যন্ত এক টানা ঝড় ও বৃষ্টি হয়। এতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ করে উঠতি ধান ফসলের ক্ষতি হয়েছে। এছাড়াও কাঁচা ঘর-বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। গাছ-পালা বোরো ধান ও আম লিচু ঝরে যাওয়ায় চরম বিপাকে বাগান মালিক ও আম ব্যাপারীরা। উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তাগুলো বন্ধ হয়ে চলাচলে বাধাগ্রস্থ হয়েছিল। উপজেলার শহরসহ বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ার রাত থেকে বিদ্যুত ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এদিকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কলেজের টিন উড়ে গেছে। নষ্ট হয়েছে মূল্যবান কাগজপত্র ও আসবাব পত্র। দ্রত কলেজের সংস্কার করা না হলে ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েন অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন। অপরদিকে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের ছাউনি উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আধাপাকা ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!