গাংনীতে ডা: এম কে রেজার উপর হামলা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনী হাসপাতালের চিকিৎসক এম কে রেজার উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টায় গাংনী হাসপাতাল কোয়ার্টারে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয়কে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনার গাংনী হাসপাতালের চিকিৎসক এম কে রেজা জানান, একটি রিপোর্ট দেখাকে কেন্দ্র করে গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় হোসেন সহ তার ক্যাডার বাহিনী নিয়ে আমার উপর হামলা করে। গাংনী হাসপাতালের আরএমও ডাক্তার বিডি দাস জানান, হামলায় আহত এম কে রেজা বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত বিজয় সহ তার ক্যাডার বাহিনীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ৫টার মধ্যে বিজয় সহ তার ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেফতারে ব্যার্থ হলে অনিদৃষ্টকালের জন্য হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখা হবে। এছাড়া উদ্ধর্ত্বন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।  কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে হাসপাতালের প্রধান সহকারী আসাদুজ্জামান লিটন বলেন,বিজয় নারী কেলেংকারি সহ বহু অপকর্মের হোতা ডাক্তার এম কে রেজার উপর আতর্কিত হামলার ঘটনায় তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। এছাড়া সকল কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের গ্রেফতারে ব্যার্থ হলে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, বিজয় হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রুগীকে ভাগিয়ে নেওয়া সহ রুগী ও তার স্বজনদের জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী বলেন,চিকিৎসকের উপর হামলা ঘটনা ন্যাক্কার জনক। দ্রত অভিযুক্তদওর গ্রেফতার করা হবে। পাশাপাশি গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারের কাগজ পত্র যাচাই বাছাই করে অনিয়ম পেলে সিলগালা করে দেয়া হবে। মেহেরপুরের সিভিল সার্জন শামীম আরা নাজনীনের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি গ্রহন করেন নী। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,অভিযুক্ত বিজয় সহ তার ক্যাডার বাহিনীকে গ্রেফতারে অভিযান চলছে। হাসপাতালের পক্ষ থেকে মামলা দেয়া হবে বলে তাকে জানানো হয়েছে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, বিজয় গাংনী হাসপাতাল বাজারের যাত্রী ছাউনি সংলগ্ন সুইপার কলোনীতে এক মহিলা সুইপারের সাথে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে জনতার হাতে আটক হন। পরে নানা দেন দরবার করার পর মুচলেকার মাধ্যমে সেখান থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে বিজয় গং। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত বিজয়ের ব্যবহৃদ মোবাইল ফোনে কল দিলে তিনি গ্রহন করেননী।  এ ঘটনার পরপরই সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী হাসপাতালে আসেন। এসময় ডাক্তার এম কে রেজার খোজখবর নেন। সংসদ সদস্য ও গাংনী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, হামলার ঘটনা ন্যাক্কার জনক। অভিযুক্ত বিজয় সহ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন ভাবেই ডাক্তার নার্স কিংবা কোন কর্মচারীর উপর হামলা বরদাস করা হবেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!