গাংনীতে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা। লাশ দাফন

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আক্তারুজ্জামানের চাচা হারুন অর রশিদ বাদী হয়ে ট্রাক চালক কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার খলিশাখুন্ডি গ্রামের ইদ্রীস আলীর ছেলে রাজুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।   গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, মকবুল হোসেন ও আক্তারুজ্জামান নিহত হওয়ার ঘটনায় ড্রাইভার রাজুর নামে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ২ তাং ০২.০৮.২০২০ ইং। দূর্ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক থাকলেও পুলিশ ট্রাক জব্দ করেছে। আসামী রাজুকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরো জানান, মেহেরপুর মর্গে মকবুল হোসেন ও আক্তারুজ্জামানের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছে,লাশ পুলিশের কাছ থেকে বুঝে নেওয়ার পর নিজ নিজ গ্রামের কবর স্থানে তাদের দাফন করা হয়েছে। এরআগে লাশ তাদের গ্রামের বাড়িতে পৌছালে স্বজন প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য : রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় মটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৯) ও তার বন্ধু চরগোয়ালগ্রামের আওয়াল হুজুরের ছেলে আক্তারুজ্জামান (২৮) নিহত হয়। নিহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!