গাংনীতে দুটি বাল্যবিয়ে বন্ধ। ৪০ হাজার টাকা জরিমানা

কর্তৃক farukgangni

গাংনী নিউজ টোয়েন্টিফোর ডটকম :

মেহেরপুরের গাংনীতে পৃথক বাল্য বিবাহ বন্ধ করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ধলা ও হিন্দা গ্রামে দু’টি অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,গাংনীর রামকুষ্ণপুর ধলা গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে বর মোঃ মোমিনুল ইসলামের দশ হাজার টাকা ও বরের পিতা আঃ হামিদের দশ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়। এবং বিয়ে বন্ধ করেন। অপরদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নির্দেশে উপজেলার হিন্দা গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে করার অপরাধে ফিরোজ নামের এক জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে । অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন

shares
error: Content is protected !!